মিন্ত্রা মেগা ফ্যাশন ফেস্টিভ কার্নিভাল শুরু  ২৩ সেপ্টেম্বর

২৩ থেকে সেপ্টেম্বর শুরু হতে চলেছে মিন্ত্রা মেগা ফ্যাশন ফেস্টিভ কার্নিভাল। এটি বিএফএফ-এর তৃতীয় সংস্করণ। এখানে রয়েছে আগের তুলনায় ১.৫X বেশি ফ্যাশানেবল পোশাক ও ৬,০০০-রেরও বেশি ব্র্যান্ডের  বৈচিত্র্যপূর্ণ সম্ভার।    

প্রত্যাশিত চাহিদা পূরণের জন্য ১৬কে+ কর্মীদের জন্য মৌসুমী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। আশা করা যায় চলতি মরসুম ২১,০০০  স্টোর বিএফএফ  অর্ডারের ৮০% পূরণ করবে। শুধু তাই  প্ল্যাটফর্মটি শীর্ষে ৯০০,০০০ সমকালীন ব্যবহারকারীদের পরিচালনা করার জন্য প্রস্তুত।

বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল সম্পর্কে সিইও নন্দিতা সিনহা বলেন, আমরা মেগা ইভেন্টের তৃতীয় সংস্করণটিকে স্মরণীয় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।