ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, জখম দুই

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই জেরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ।

কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল রানিনগরের ডেপুটিপাড়া। কংগ্রেসের অভিযোগ, এর পেছনে হাত রয়েছে তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, কংগ্রেসই বোমাবাজি করেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে রেন্টু শেখ নামে এক কংগ্রেস কর্মী।

অন্যদিকে আহত হয়েছেন আততারি মণ্ডল নামের এক তৃণমূল কর্মীও। তৃণমূলের অভিযোগ কংগ্রেসের বোমাবাজির জেরেই তাদের কর্মী জখম হয়েছে। দুজনকেই প্রথমে রানিনগরের গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তার মধ্যে কংগ্রেস কর্মীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে এদিন কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।