অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান পৌরসভার

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি। ইতিমধ্য বর্তমান পুরবোর্ড রনংদেহি মেজাজেই এই অবৈধ নির্মান ভাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হাইকোর্ট এর নির্দেশে শহরের বহু অবৈধ নির্মান বর্তমানে মাটির সঙ্গে মিশেছে। ব্যাতিক্রম নয় শহরের প্রধান নগরের সিস্টার নিবেদিতা রোড।

ওই রাস্তাটির একাংশ একসময় দখলে ছিল ব্যাবসায়ী ও এলাকার বেশ কিছু নাগরিকদের দখলে। কেও বা দোকান, কেও বাড়ি বানিয়ে রাস্তা দখল করে ব্যাবহার করছিল সরকারী রাস্তাটি।তবে সমস্থটাই ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান পুরসভা।

বুধবার ফের আবারো সেই একই রনংদেহি মেজাজে উচ্চ আদালতের নির্দেশে পুলিস প্রসাশনকে সঙ্গে নিয়ে দুটি অবৈধ দোকানের একাংশ ভেঙ্গে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে।সকাল থেকেই এদিন পুর আধিকারিকেরা পুর কর্মি ও পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযানে সামিল হয়।