আজ, বৃহস্পতিবার হুল দিবসের জন্য রাজ্য সরকারের সেকশনাল হলিডে। ফলে, একাধিক পরীক্ষা বাতিলের নির্দেশ জারি হল। বিভিন্ন স্কুলে চলছে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা। তা বাতিল করার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একইসঙ্গে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষাগুলিও আজকের জন্য বাতিল করা হয়েছে।
সেই পরীক্ষাগুলি নেওয়া হবে ৪ আগস্ট। বিকেলের দিকে বিকাশ ভবনের তরফে প্রাচারিত একটি বার্তা প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। তাতে শুধুমাত্র একাদশ শ্রেণি নয়, আজ হতে চলা যে কোনও ক্লাসের পরীক্ষাই বাতিলের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, এখন পঞ্চম থেকে দশম শ্রেণির সামেটিভ মূল্যায়ন চলছে। তা শুরু হতে না হতেই ফের বন্ধের নির্দেশ দেওয়ায় শিক্ষক-প্রধান শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, যেখানে আদিবাসী ছাত্রছাত্রীর সংখ্যা বেশি রয়েছে, সেখানে এই নির্দেশ কার্যকর করা যেতে পারত। সর্বত্র এই নির্দেশ দেওয়ার অর্থ, আরও একটি কাজের দিনের অপচয়।