দেশের কৃষকদের আর্থিক সাহায্যের উদ্যোগে নতুন যোজনার ঘোষণা৷ এই যোজনাগুলিতে অল্প টাকা খরচ করেই বিপুল লাভ করতে পারবেন কৃষকরা৷ যেমন একটি হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা৷ এটি কেন্দ্রীয় সরকারের একটি পেনশন যোজন ৷ এই যোজনায় টাকা রাখলে ৬০ বছর বয়সের পর কৃষকরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন৷ এই যোজনায় ন্যূনতম ৫৫ এবং অধিকতম ২০০ টাকা প্রিমিয়াম দিতে হতে পারে৷ এই যোজনায় কৃষকদের প্রিমিয়ামের টাকার সমান টাকা সরকারের তরফে দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার্ড কৃষকদের এই যোজনার জন্য আলাদা করে আর ডকুমেন্ট জমা করতে হবে না৷ কিষাণ সম্মান নিধি যোজনা থেকে পাওয়া টাকা থেকেই মানধন যোজনায় প্রিমিয়াম দেওয়া যাবে৷
যোজনা চলাকালীন পলিসি বন্ধ করে দিতে চাইলে জমা টাকা সুদ সহ কৃষকদের ফেরত দেওয়া হবে৷ কৃষকের মৃত্যু হয়ে গেলে তাঁর স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন৷ ১৮ থেকে ৪০ বছরের যে কোনও কৃষক কিষাণ মানধন যোজনার লাভ নিতে পারবেন৷ এর জন্য কৃষকদের কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমি থাকতে হবে৷ অন্তত ২০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত ৫৫ থেকে ২০০ টাকা করে প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে৷ প্রিমিয়ামের অঙ্ক নির্ভর করবে কৃষকের বয়সের ওপর৷ পিএম কিষাণ যোজনার সুবিধাপ্রাপ্তরা কেন্দ্রীয় সরকার কিষাণ ক্রেডিট কার্ড ও মানধান যোজনার সুবিধা পাবেন৷