আক্রান্ত হচ্ছে একাধিক, বড় পদক্ষেপ সরকারের

সম্প্রতি মহানগরীর বুকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে গুলেইন বাড়ি রোগে। আক্রান্তদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই আবহে বড় পদক্ষেপ নিল রাজ্য। বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের পরেই সব হাসপাতালে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়।

কীভাবে এই রোগের মোকাবিলা করা যাবে তা নিয়ে গতকাল স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে বিশেষ বৈঠকের আয়োজন হন। উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা। আক্রান্ত হয়ে আর কারোর যাতে মৃত্যু না ঘটে সেই বিষয়ে সতর্ক রাজ্য।

রিপোর্ট বলছে, গুলেইন বারির চিকিৎসার একটি প্রোটোকল বানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে নিউরোলজি বিভাগে কম করে ২টি করে সিসিইউ বেড, বাচ্চাদের জন্য পিকু তথা পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের ২টি শয্যা তৈরি রাখতে বলা হয়েছে।