প্রকাশ্যে একাধিক তথ্য, খোঁজ চলছে জীবনকৃষ্ণ সাহার মোবাইলের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই। হাজিরা রয়েছে সিবিআই এর মোট ছ’টি দল।

জীবনকৃষ্ণের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দু’বস্তা নথি। যার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। বিপুল নথির পাশাপাশি তৃণমূল বিধায়কের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ডায়েরি।

বর্তমানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে রয়েছে কড়া নিরাপত্তা। সিবিআই সূত্রে খবর, গতকাল বিধায়কের দুটি মোবাইলই ফেলে দেওয়া হয়েছিল বাড়ি লাগোয়া পুকুরের জলে। অভিযোগ জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থতার কথা বলে শৌচালয়ে গিয়ে দুটো মোবাইল পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। মোবাইল খুঁজে বার করতে আনা হয়েছে মেটাল ডিটেক্টর।