একাধিক অভিযোগ সন্দেশখালির গ্রামবাসীর তরফে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই ঘটনায় জাতীয় উপজাতি কমিশনের সদস্যরা এবার সন্দেশখালি গিয়ে হলেন এক অন্য অভিজ্ঞতার সম্মুখীন। জানা গিয়েছে, তাঁদের গাড়ি দাঁড় করিয়ে নিজেদের অভিযোগ জানিয়েছেন অসহায় গ্রামবাসীরা।

উপজাতি কমিশনের ৩ সদস্যদের প্রতিনিধিদল সন্দেশখালি সফর সেরে বিকেলে কলকাতা ফিরছিলেন। সেই সময়ে রাজবাড়ি মোড়ের কাছে রাস্তা আটকে তাঁদের কনভয় আটকে দেন গ্রামবাসীরা। গাড়ি থেকে কমিশনের প্রতিনিধিরা নেমে এলেই তাঁদের কাছে কাঁদতে কাঁদতে গ্রামবাসীরা পায়ে লুটিয়ে পড়েন।

পাশাপাশি, শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর অত্যাচারের কথা কমিশনের প্রতিনিধিদের কাছে তুলে ধরে কিভাবে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের ভিটেমাটি লুঠ করেছে সেই বিষয়টি জানান তাঁরা। শুধু তাই নয়, কিভাবে শাহজাহান বাহিনী রীতিমতো গায়ের জোরে জমি দখল করে ভেড়ি বানিয়েছে তাও জানানো হয় কমিশনের প্রতিনিধিদের কাছে।