আরজি কর কাণ্ডে গ্রেফতার একাধিক

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নানান পোস্টে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। সত্য-মিথ্যা যাচাই না করেই ঝড়ের গতিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে নানান অডিও, ছবি, ভিডিও।

যে কারণে ১০০০ জনের বেশ মানুষকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্ট করে গ্রেফতার হলেন এক ছাত্র। আরজি কর কাণ্ডের পর সমাজের একাংশের রোষের মুখে পড়েছে রাজ্যের শাসক দল।

যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল? প্রশ্ন তুলছেন অনেকে। জানা যাচ্ছে, কীর্তি শর্মা নামের এক ছাত্রকে লেকটাউনের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে তিনট গল্প শেয়ার করেছিলেন তিনি। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং হুমকি সম্বলিত বিষয় দু’বার শেয়ার করেন।