উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। তাঁদের মধ্যে দুজনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

পুরো ঘটনায় বিক্ষুব্ধ গোটা গ্রাম। তাঁদের অভিযোগ, ভানু বাগের বাড়িতে বারুদের স্তূপ থাকা সত্ত্বেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে পরিবার নিয়ে পালিয়ে যায় ভানু। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাজির ব্যবসা করেন ভানু। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এই তৃণমূল সদস্যের বেআইনি এই বাজি কারখানায় আগেও বিস্ফোরণ হয়েছিল। এক সময় গ্রেফতারও করা হয় ভানুকে।

বিস্ফোরণের পরেই এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠক করে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।