পঞ্চায়েত ভোটের দায়িত্বে মুকুল?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই প্রেক্ষাপটে পার্থর জায়গায় মুকুল রায়কে বসাতে চলেছে তৃণমূল। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্রের খবর, মুকুল রায়কে অনেকদিন পর ফোন করেছিলেন মমতা। আর তারপরই মুকুলকে দেখা যায় ক্যামাক স্ট্রিটের তৃণমূল ভবনে পা রাখতে। পাশাপাশি সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনেও দেখা যায় মুকুল রায়কে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবার পঞ্চায়েত নির্বাচনে মুকুল রায়কে কাজে লাগাতে পারে তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত বছর জুন মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। তার পর থেকেই তৃণমূলের বিশেষ কোনো সভায় মুকুল রায়কে দেখা যায়নি। বলতে গেলে রাজনীতির ময়দান থেকে অনেকটা দূরে ছিলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। সামনেই পঞ্চায়েত ভোট। এবার কি মুকুল রায়কে সক্রিয় ভূমিকায় দেখা যাবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সেই দিকেই নজর থাকবে।