ARI সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন MSVP ডাক্তার কল্যাণ খা

সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ( MSVP) ডাক্তার কল্যাণ খা। জলপাইগুড়ি সদর হাসপাতালে মঙ্গলবার শিশু সদন ওয়ার্ডে লক্ষ্য করা গেল একই বেডে একাধিক শিশু সহ রোগীর আত্মীয় স্বজনরা। এদিন শিশু বহির্বিভাগ PEDIATRIC OPD এ শিশুদের ভিড় উপচে পড়েছে। ডাক্তারবাবুরা জানাচ্ছেন কয়েকদিন ধরেই প্রতিদিন প্রায় 300 এর মতো রোগী আসছে। এদের মধ্যে বেশির ভাগেরই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রয়েছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি কল্যাণ খা জানান হাসপাতালের সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে। গতকাল পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে এআরআই পেসেন্ট মাত্র তিনজন। এটা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য ভবন থেকে সব সময় মনিটরিং চলছে। আমরাও যথেষ্ট পরিমাণে সজাগ রয়েছি। সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে। এধরনের সংক্রমিত বাচ্চাদের স্কুলে পাঠাবেন না বলেও তিনি জানান।