ইস্পোর্টস প্লাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের কমিউনিটি ইনিশিয়েটিভ এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল পার্টনার হল। এর ফলে এই ফাউন্ডেশন টোকিয়ো ২০২০ অলিম্পিক, ২০২২ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ইন্ডিয়ান কন্টিনজেন্টের প্রিন্সিপাল পার্টনার হবে। এছাড়া, স্পোর্টস ও অ্যাথলেজার ব্র্যান্ড এমপিএল স্পোর্টস ২০২২ সালের দুটি ইভেন্টেই ইন্ডিয়ান কন্টিনজেন্টসের অফিসিয়াল কিট পার্টনার হতে পারবে।
ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের দায়িত্ত্বে থাকা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে এই পার্টনারশিপ গড়ে উঠেছে ঠিক সেইসময়ে যখন টোকিয়ো অলিম্পিকসের প্রাক্কালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত প্রথমবারের অলিম্পিক ভার্চুয়াল সিরিজ চালানোর কথা ঘোষিত হয়েছে। ২০২২ সালের এশিয়ান গেমসে ইস্পোর্টস একটি মেডাল ইভেন্ট হতে চলেছে।
এমপিএল স্পোর্টস ফাউন্ডেশনের লক্ষ্য হল সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে অ্যাথলেটদের তুলে আনা এবং তাদের উন্নয়ন ও দক্ষতা প্রকাশের একটি প্লাটফর্ম জোগানোর জন্য ভারতে স্পোর্টসের ব্যাপারে সচেতনতা গড়ে তোলা ও ইস্পোর্টসের প্রেক্ষাপটে পরিবর্তন ঘটানো। প্রসঙ্গত, আসামের লভলীনা বরগোহাইঁ টোকিয়ো অলিম্পিকসে মহিলাদের ওয়াটারওয়েট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।