তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পাঁচদিনের সফরে তৃতীয় দিনে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী। বিগত কয়েকদিন ধরে পাহাড়ে লাগাতার বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পং এর একাধিক জায়গাতে ধসের খবর সামনে আসে। সোমবার ‘উত্তরকন্যা’-র প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার কার্শিয়াঙে দার্জিলিং ও কালিম্পয়ের প্রশাসনের আধিকারিকদের সাথে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধসের যেরে বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, পাশাপাশি সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে এসব বিষয়ে ক্ষতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া তৃতীয়বার রাজ্যের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম পাহাড়ে অসবেন তিনি। এদিন দুইদিনের কার্শিয়াং সফরে মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানাতে সাজিয়ে তোলা হচ্ছে পাহাড়কে। পাহাড়ে এসে পাহাড়বাসীর জন্য নতুন কোনো প্রকল্প চালু করার কথা জানান নাকি সেদিকে তাকিয়ে গোটা পাহাড়।