শিলিগুড়িতে জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়

আজ গোটা ভারত বর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে। ২০১৯ সালে ভারত বর্ষ জুড়ে জন ঔষধি ঔষধের দোকান গুলি চালু হয়েছিল। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদি উদ্বোধন করেছিলেন। গত কয়েক বছর ধরে প্রায় ৩০হাজার কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ। ভারত বর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ১৫হাজার জন ঔষধি দোকান রয়েছে।

আগামীতে কেন্দ্রের লক্ষ আরো ২৫হাজার জন ঔষধি কার্যালয় করা। আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্য। তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষরা। শুক্রবার শিলিগুড়ির বানেশ্বর মোর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শীখা চ্যাটার্জি এই জন ঔষধি কার্যালয়ের উদ্বোধন করেন।

সাংসদ জয়ন্ত রায় বলেন দেশজুড়ে এই জন ঔষধি কার্যালয় অর্থাৎ দোকান ভীষণ সারা ফেলে দিয়েছে। কারণ এখান থেকে মানুষ অল্প খরচেই জীবনদায়ি ঔষধ পেয়ে যাচ্ছে ফলে সকলে চিকিৎসার সুবিধা পাচ্ছে।এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন।