বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল। বদল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও। কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে। নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক।
সূত্রের খবর, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দেওয়ার পরেও চিত্র পাল্টায়নি কোচবিহারে। রাজ্যের শাসক দলের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পরে দলের জেলা সভাপতির পদ থেকে পার্থপ্রতিম রায়কে সরিয়ে গিরীন্দ্রনাথ বর্মণকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি উদয়ন গুহকে জেলা পার্টির চেয়ারম্যানও করা হয়ে। তবে এঘটনার ছ’মাস কাটতে না কাটতেই গত ৮ মার্চ আবারও গিরীন্দ্রনাথকে সরিয়ে পার্থপ্রতিমকে জেলা সভাপতি করা হয়। এদিকে উদয়নকে সরিয়ে চেয়ারম্যান করা হয় গিরীন্দ্রনাথকে। উল্লেখযোগ্য ভাবে আবারও জেলা সভাপতির পদ থেকে পার্থ প্রতীম রায়কে সরিয়ে দেওয়া হল। নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক।
প্রসঙ্গত কোচবিহার ছাড়াও রাজ্যের ১৮টি জেলায় জেল সভাপতি পদে রদবদল করেছে তৃণমূল ।। একনজরে দেখে নিন সেই তালিকা ।
The All India Trinamool Congress under the inspiration and guidance of Hon’ble Chairperson Smt. @MamataOfficial is pleased to announce a few new appointments of District Chairman & District President for West Bengal Trinamool Congress. pic.twitter.com/FhpPUflCY3
— All India Trinamool Congress (@AITCofficial) August 1, 2022