মাউন্টেন ডিউ-এর নতুন ক্যাম্পেন

ভারতের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাউন্টেন ডিউ একটি নতুন ক্যাম্পেন শুরু করল। এই ক্যাম্পেন গ্রাহকদের জীবনযুদ্ধে ভয় অতিক্রম করে জয় নিশ্চিত করার উৎসাহ জোগাবে।

কোনও প্রতিকূল অবস্থা ও ভীতির মুখে একেকজন মানুষ একেকভাবে প্রতিক্রিয়া দেখান। মাউন্টেন ডিউ-এর নতুন টিভিসি সমাজের সর্বক্ষেত্রের মানুষকে যেকোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রেরণা জোগাবে। এই ফিল্মে দেখানো হয়েছে চ্যালেঞ্জের মুখে মানুষ দুইভাবে কাজ করেন – ভয়ে ভীত হয়ে পড়েন ও পিছু হটেন অথবা ভয়কে জয় করেন ও সাহসের সঙ্গে এগিয়ে যান। এভাবেই অন্যদের থেকে ‘রিয়াল হিরো’দের পৃথকভাবে চিনে নেওয়া যায়।

মাউন্টেন ডিউ-এর ক্যাম্পেন ও টিভিসি প্রচারিত হবে টিভি, ডিজিটাল, আউটডোর ও সোস্যাল মিডিয়ায়। মাউন্টেন ডিউ পাওয়া যায় সিঙ্গল/মাল্টি সার্ভ প্যাকে – আধুনিক ও চিরাচরিত রিটেল আউটলেটে এবং অগ্রণী ই-কমার্স প্লাটফর্মগুলি থেকে।