ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড একটি ‘মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং’ (মউ) স্বাক্ষর করল সিঙ্গাপুরের রিনিউয়েবল এনার্জি ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম ‘সানকানেক্ট’-এর (Sunkonnect) সঙ্গে। ওয়ার্ডউইজার্ড (WardWizard) হল অগ্রণী ইলেক্ট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘জয় ই-বাইক’-এর নির্মাতা। ভারতে ব্যাটারি নির্মাণের পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ।
ওয়ার্ডউইজার্ড ও সানকানেক্টের মধ্যে সম্পর্ক স্থাপণের উদ্দেশ্য হল ভারতে লি-আয়ন (Li-ion) অ্যাডভান্স সেল তৈরির সম্ভাব্যতা খতিয়ে দেখা ও তার জন্য উপযুক্ত সহযোগী চিহ্নিত করা। মউ-এর শর্তানুসারে সানকানেক্ট অভিজ্ঞ বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও অ্যানালিস্টদের নিয়ে একটি কমিটি তৈরি করবে। ওই কমিটি মূল্যায়নের ভিত্তিতে পেশাদার পার্টনার চিহ্নিত করবে এবং বদোদারায় ওয়ার্ডউইজার্ডের ইলেক্ট্রিক ভেহিকেল কারখানায় ১জিডব্লুএইচ (1GWh) সেল উৎপাদনের প্লান্ট স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তাছাড়া, ওয়ার্ডউইজার্ড চত্ত্বরে ব্যাটারি টেস্টিংয়ের জন্য একটি ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্থাপনের জন্য সানকানেক্ট অগ্রণী টেস্টিং ও সার্টিফিকেশন এজেন্সি চিহ্নিত করবে। ওই সেন্টার ব্যাটারির ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্পেসিফিকেশন’ নির্দিষ্ট করবে। একইসঙ্গে জয় ই-বাইকের বিভিন্ন মডেলের মান ও বিশ্বস্ততা নিশ্চিত করতে ব্যাটারির ‘স্ট্যান্ডার্ড নর্ম’ নির্ধারণ করা হবে।