প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy

কলকাতা, দিল্লি, NCR সহ কয়েকটি শহরে প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy। এর আগে ২০১৯-এর ডিসেম্বরে দুধের দাম বাড়ানো হয়েছিল। দেড় বছর পরে ফের একবার বাড়ছে দাম। 11 এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এরফলে প্রবল সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ।

বিগত বহু বছর ধরে সাধারণ মানুষের বিশ্বাস জিতে নিয়েছে Mother Dairy। খাদ্য প্রক্রিয়াকরণকারী এই সংস্থা দুধ, দুগ্ধজাত পণ্য ও অন্যান্য ভোজ্য পণ্য উৎপাদন করে বিক্রি করে।দুগ্ধজাত পণ্যের মধ্যে রয়েছে আইসক্রিম, পনির ইত্যাদি। দুধের দাম বাড়লে এই পণ্যগুলির দামও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

দাম বাড়ানো প্রসঙ্গে Mother Dairy জানিয়েছে, গত এক বছরে ডেয়ারি থেকে দুধ সংগ্রহের ব্যয় ৮-১০ শতাংশ বেড়ে গিয়েছে। পাশাপাশি অন্যান্য খরচও বেড়েছে, যার জেরেই এই দাম বৃদ্ধি।