ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত

চিন্তা বাড়ছে দেশের চারিদিকের করোনা পরিস্থিতি নিয়ে। আরো একবার করোনা সংক্রমনের করাল থাবার মুখোমুখি হতে চলছে দেশ। পূর্ব আশঙ্কা অনুযায়ী ভারতে যে ডেল্টা প্রজাতিকে ওমিক্রন প্রজাতি টপকে যাচ্ছে যা আগে থেকেই জানান হচ্ছিল। সেই প্রেক্ষিতে এখন প্রমাণও মিলছে বটে। মহারাষ্ট্র ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমণের শীর্ষে। এদিকে, রাজধানী দিল্লিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ জানা গেল, সেখানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত। এই তথ্য অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ২০২১ সালের ৩০ এবং ৩১ ডিসেম্বররে মধ্যে সেখানে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন সংক্রমণ। সরকারি সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় দেশের রাজধানীতে ৪ হাজার মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে। রবিবার থেকে সোমবারের আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১৫ শতাংশ। উল্লেখ্য, মহারাষ্ট্র ওমিক্রন সংক্রমণের শীর্ষে এবং সে রাজ্যে মোট ৫১০ জন ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলেছে এ পর্যন্ত। দিল্লিতে করোনাভাইরাসের নতুন রূপে আক্রান্তের সংখ্যা ৩৫১। এদিকে, আরও বড় তথ্য হল, আজ দেশের করোনা সংক্রমণ বিগত সাত দিনের তুলনায় বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ।

তথ্য অনুযায়ী, আজ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৭৫০। সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ১১,৮৭৭ জন আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয়, এতকিছুর মধ্যেও দেশে দৈনিক মৃতের সংখ্যা কমেছে। আজ ১২৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে স্বস্তি দিয়ে বাড়ছে দৈনিক সুস্থতার হারও। এদিকে, করোনার নয়া রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে গত ২৪ ঘন্টায় হয়েছে ১ হাজার ৭০০ জন। এই আতঙ্কের আবহেই আজ থেকে শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ৷ ১ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত টিকা নেওয়ার জন্য দেশজুড়ে কোউইন অ্যাপে ৬.৩৫ লক্ষ কিশোর-কিশোরীর নাম নথিভুক্ত করেছে৷