এমওএস রাজকুমার রঞ্জন সিং ভারত মহাসাগরের বিষয়ে বৈঠকে যোগ দেন

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায় এসে ড. সিংকে স্বাগত জানান।

IORA হল একটি আন্তঃ-সরকারি সংস্থা যার লক্ষ্য ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে টেকসই বৃদ্ধি এবং ভারসাম্যপূর্ণ উন্নয়নের প্রচার করা। ৭ই মার্চ ১৯৯৭-এ প্রতিষ্ঠিত, মন্ত্রী পরিষদ (COM) হল এটির শীর্ষ সংস্থা যা বার্ষিক বৈঠক করে যখন সিনিয়র কর্মকর্তাদের কমিটি (CSO) তার এজেন্ডায় অগ্রগতি পর্যালোচনা করতে এবং নীতি ও প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সুপারিশগুলি বিবেচনা করতে বছরে দুবার বৈঠক করে। বাংলাদেশের সভাপতিত্বে ২২তম IORA COM সভা বৃহস্পতিবার, ২৪শে নভেম্বর ঢাকায় সমাপ্ত হয়।

২২-২৩শে নভেম্বর অনুষ্ঠিত CSO-এর ২৪তম সভার আগে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছিল৷ IORA-এর ২৩টি সদস্য রাষ্ট্র এবং ১০টি সংলাপ অংশীদার মন্ত্রী পর্যায়ের এবং ঊর্ধ্বতন অফিসিয়াল বৈঠকে যোগ দিয়েছে। এমওএস রঞ্জন সিং ভারত মহাসাগর অঞ্চল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি COM সভায় ভারতের নিরাপত্তা এবং সকলের জন্য অঞ্চলের বৃদ্ধি (SAGAR) উদ্যোগের কথা তুলে ধরেন, ভারতের অংশীদারদের এবং এই অঞ্চলের বৈদেশিক নীতির বিষয়ে গুরুত্বের কথা বলেন।