ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় উদ্ধার মর্টার শেল

ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় একটি মর্টার শেল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ঘেষা ট্রাক পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয়।

জানা গিয়েছে, এদিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ট্রাকের পার্কিং এলাকার ভিতরে ওই মর্টার শেলটি পরে থাকতে দেখে ট্রাক চালকরা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাতে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ।

পুলিশ পৌঁছে গোটা এলাকাটি ঘিরে ফেলে। পাশাপাশি খবর দেওয়া হয় সেনাবাহিনী ও বিএসএফকে। দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয় শেলটিকে মঙ্গলবার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হবে।