এক লক্ষেরও বেশি জাল নোট উদ্ধার মহানগরের বুকে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের কাঁড়ি কাঁড়ি জাল নোট পাওয়া গেল রাজ্যে! পুলিশ সূত্রে খবর, ইডেন গার্ডেন্সের কাছে এক ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ।

ওই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণীতে পৌঁছয় ময়দান থানার পুলিশ। সেখান থেকেই জাল নোট সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই পাচারকারীর নাম মজিবুর রহমান। তার কাছ থেকে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ, কোন উদ্দেশে এসেছিলেন তা এখনও জানা যায়নি। নেপাল থেকে উত্তরবঙ্গে চোরাপথে এই জাল নোট পাচার চলছে। জাল নোট শিলিগুড়ি হয়ে পাচার হয়ে যাচ্ছে কোচবিহারের দিকে।