বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে, চলছে শৈত্যপ্রবাহও। ভোর রাত থেকেই কুয়াশা দাপট দেখা গিয়েছে। ঘন কুয়াশার জেরে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে, সমস্যা বেড়েছে ট্রেন নিয়েও। শেষ কয়েকদিন একাধিক ট্রেন বাতিল হয়েছে যার ব্যতিক্রম হল না শনিবারেও। সপ্তাহের শেষেও দেশজুড়ে বাতিল বহু ট্রেন এবং অনেক ট্রেন আবার দেরিতে চলছে।
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-দেরাদূন কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর যাওয়া দুর্গ্যানা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি থেকে দিল্লিগামী ট্রেন সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া হাওড়া, শিয়ালদহ লাইনের বহু লোকাল ট্রেনও শনিবার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের মধ্যে আছে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল; ৩১৪১১, ৩১৪২৩ শিয়ালদা-নৈহাটি লোকাল, ৩৪৩৫২, ৩৪৩৫৪ সোনারপুর-ক্যানিং লোকাল; ৩৪৫১২ শিয়ালদা-ক্যানিং লোকাল।
এই ট্রেনগুলি ছাড়াও হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড বাতিল হয়েছে। পাশাপাশি আমতা-হাওড়া লোকাল, শালিমার-শেওড়াফুলি, শালিমার-মেচেদা ট্রেনও বাতিল। বাতিল ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা দেখতে গেলে গুগল থেকে আপনাকে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’ টাইপ করে এই সাইটে ঢুকতে হবে।