একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

আগামী সপ্তাহে চাঁদ, শুক্র ও মঙ্গল একে অপরের নিকটে অবস্থানে করতে চলেছে। আর এই নিকটস্থ অবস্থানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। একে ট্রিপল কনজাঙ্কশন বলা হয় ।

আজ থেকেই এটি খালি চোখে দেখা যাবে। আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।

আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারেন। স্টার ওয়াক জাতীয় স্টার নেভিগেশন অ্যাপ পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে।
তবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, সেক্ষেত্রে দেখতে সমস্যা হতে পারে। তবে, শুক্রবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত এটি দেখার সুযোগ মিলবে।