বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে প্রবেশ করেছেমদক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ পরে কেরলে ঢুকে পড়ল বর্ষা।
কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার সরকারি ভাবে বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। গত দেড়শ বছরে, কেরলে বর্ষা শুরু হওয়ার তারিখে বড় হেরফের হয়েছে। ১৯১৮ সালের ১১ মে বর্ষা প্রবেশ করেছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বিলম্বিত বর্ষা ছিল ১৯৭২ সালের ১৮ জুন !
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গত বছর ২৯ মে প্রবেশ করে ভারতের মূল ভূখণ্ডে। ২০২১ সালের ৩ জুন বর্ষা ঢোকে কেরলে। ২০২০ সালের ১ জুন বর্ষা ঢোকে। ২০১৯ সালের 8 জুন এবং ২০১৮ সালের ২৯ মে দক্ষিণ-রাজ্যে পৌঁছয় বর্ষা। গবেষণা বলছে, কেরলে বর্ষা শুরুতে দেরি হওয়ার অর্থ উত্তর-পশ্চিম ভারতে বর্ষা শুরুতে দেরি হবে সেটা বোঝায় না।