আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ। মূলত, উত্তরবঙ্গে শুক্রবারের মধ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও দু’দিন। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। জানা গিয়েছে, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।
আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ
