আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ

আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ। মূলত, উত্তরবঙ্গে শুক্রবারের মধ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও দু’দিন। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। জানা গিয়েছে, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।