‘২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার।’ আজ, শুক্রবার তৃণমূল ভবনে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে প্রস্তুতি বৈঠকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, দলে তোলাবাজি নিয়ে বেশ কিছুদিন ধরে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সমাবেশেও তিনি বলেছিলেন যে, হয় ঠিকাদারি, না হয় তৃণমূল। যেকোনো একটিকে বেছে নিতে হবে। ঠিকাদারি এবং তৃণমূল একসাথে করা যাবে না। আজও তৃণমূল ভবনে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দলের নেতাদের সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন ধর্মতলার সমাবেশকে ঘিরে কোন রকম চাঁদা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করলে ,সেই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।