আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিলেও আজকের দৈনিক করোনা সংক্রমণ। বিগত দু সপ্তাহ ধরে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় কিছুটা হলেও থিতি এলো। রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩৯ হাজারের বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন। একদিনে দেশে করোনার বলি ৪৪৭ জন। এই হার সামান্য কমেছে। রবিবার দৈনিক মৃত্যু হয়েছিল ৪৯১ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এই মুহূর্তে তা ৪ লক্ষ ২ হাজারের একটু বেশি। এই পরিসংখ্যান খানিকটা স্বস্তির। তবে টিকাকরণের হার না বাড়লে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলানো ভারতের পক্ষে কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ভ্যাকসিন সরবরাহ নিয়ে একাধিক রাজ্যের লাগাতার অভিযোগের মুখে পড়ে সোমবার হিসেব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, ৫২.৪০ কোটি টিকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। এখনও ২.৩৩ কোটি ভ্যাকসিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে মজুত রয়েছে।