প্রথম ইন্ডাস্ট্রিয়াল বি-টু-বি কমার্স প্লাটফর্মে উন্নীত হয়ে মোগলিক্স এক গুরুত্ত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করে ইউনিকর্নে পরিণত হল। সাম্প্রতিক ১২০ মিলিয়ন ডলার সিরিজ ই ফান্ডিং রাউন্ডে এই কোম্পানির মূল্যমান বর্তমানে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই রাউন্ডের ফান্ডিংয়ে কোম্পানির বর্তমান ইনভেস্টরসমূহ, যেমন টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া ও ভেঞ্চার হাইওয়ে-কে অংশগ্রহণ করতে দেখা গেছে।
মোগলিক্স হল ইন্ডাস্ট্রিয়াল ও এমআরও প্রোকিয়োরমেন্ট স্পেসে ভারতের বৃহত্তম ও অতিদ্রুত বৃদ্ধিশীল বি-টু-বি কমার্স প্লাটফর্ম। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই কোম্পানি একটি অপারেটিং সিস্টেম গড়ে তুলছে, যা গ্রাহকদের দিচ্ছে এক ‘ফুল স্ট্যাক সার্ভিস’ যার আওতায় রয়েছে প্রোকিয়োরমেন্ট, প্যাকেজিং, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ও হাইলি ইন্টিগ্রেটেড সফটওয়্যার।
২০১৫ সালে স্থাপিত মোগলিক্স ভারত, সিঙ্গাপুর, ইউকে ও ইউএই-তে ৫০০,০০০-এর অধিক এসএমই ও ৩,০০০ ম্যানুফ্যাকচারিং প্লান্টে সলিউশন জোগান দেয়। মোগলিক্স প্লাটফর্ম থেকে অনেক ম্যানুফ্যাকচারিং মেজর ও পিএসইউ অপ্রত্যক্ষভাবে মেটেরিয়াল সংগ্রহ করে থাকে। মোগলিক্সের সাপ্লাই চেইন নেটওয়ার্কে রয়েছে ১৬,০০০-এর অধিক সাপ্লায়ার, ৩৫টির অধিক ওয়্যারহাউস ও লজিসটিক্স ইনফ্রাস্ট্রাকচার। মোগলিক্সের মার্কেটপ্লেস (www.moglix.com) হল ইন্ডাস্ট্রিয়াল গুডস ক্যাটাগরিতে ভারতের বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম। কনট্রাক্ট ম্যানেজমেন্ট ও বি-টু-বি কমার্সের ক্ষেত্রে মোগলিক্সের রয়েছে একগুচ্ছ পুরস্কার-জয়ী সফটওয়্যার প্রোডাক্টস। গ্লোবাল এফএমসিজি জায়ান্ট ইউনিলিভার ৭০টির বেশি দেশে এই প্লাটফর্মের প্রায় ৩০ বিলিয়ন ডলারের মেটেরিয়াল ব্যবহার করে থাকে। ফান্ডিংয়ের সাম্প্রতিক রাউন্ড মোগলিক্সের সর্বমোট সংগৃহিত তহবিলের পরিমাণ ২২০ মিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছে।