চার রাজ্যে উঠেছে গেরুয়া শিবিরের ঝড়৷ উত্তরপ্রদেশ সহ চার রাজ্যের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়৷ পাঁচে চার হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি’র সদর দফতর থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজয় সভায় দাঁড়িয়ে মোদী বলেন, আজ গণতন্ত্রের উৎসবের দিন৷ আজ থেকেই শুরু হোলি৷
এদিন নমো বলেন, প্রথমবারের ভোটাররাও উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে বিজেপি’র জয় নিশ্চিত করেছে৷ মা-বোন-যুবারা বিজেপি’কে সমর্থন করেছে৷ চার দিন থেকে আর্থীবর্বাদ এসেছে৷ তিনি বলেন, নির্বাচনের সময় বিজেপি’র কর্মকর্তারা কথা দিয়েছিলেন, এই বছর হোলির উৎসব ১০ মার্চ থেকেই শুরু হয়ে যাবে৷ বিজয় ধ্বজা উড়িয়ে সেই প্রতিশ্রুতি পালন করেছেন তাঁরা৷ দলের কর্মকর্তারা মানুষের মন জিতে নিয়েছেন৷ তাঁরা এনডিএ-এর জন্য জয়ের চৌকা হাঁকিয়েছে৷ কর্মীদের কঠোর পরিশ্রমেই এই জয়৷
মোদী বলেন, উত্তরপ্রদেশ দেশকে অনেক প্রধানমন্ত্রী দিয়েছেন৷ কিন্তু ৫ বছর ক্ষমতায় থাকা কোনও মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বার নির্বাচিত করার ঘটনা এই প্রথম৷ উত্তরপ্রদেশে ৩৭ বছর পর কোনও সরকার পর পর দু’বার ক্ষমতায় এল৷ অন্যদিকে তৃতীয়বার সেবা করার সুযোগ দিয়েছে গোয়ার মানুষ৷ সেখানে ১০ বছর ক্ষমতায় থাকার পরেও রাজ্যে বিজেপি’র আসন সংখ্যা বেড়েছে৷ উত্তরপ্রদেশেও বিজেপি নতুন ইতিহাস রচনা করেছে৷ রাজ্যে প্রথমবার কোনও দল পর পর দু’বার ক্ষমতায় এসেছে৷
যে চার রাজ্যে বিজেপি জয়ী হয়েছে, সেগুলি দেশের চার প্রান্তে অবস্থিত৷ চার রাজ্যের চাহিদাও পৃথক৷ নমোর কথায়, এই চার রাজ্যকে একসূত্রে বেঁধেছে বিজেপি’র উপর অগাধ বিশ্বাস৷ তিনি বলেন, আগে মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে সরকারের দরজা ধাক্কাতে ধাক্কাতে হাঁফিয়ে যেত৷ গরিবদের জন্য ঘোষণা হত, যোজনাও হত, কিন্তু সুযোগ মিলত না৷ কিন্তু দেশের প্রতিটি গরীব মানুষ যাতে প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা পায়, তা নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি৷ গরিবের ঘরে তাঁর অধিকার পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি নিশ্চিন্তে বসতে পারব না৷ বার্তা প্রধানমন্ত্রীর৷
তিনি বলেন, লালকেল্লা থেকে বসেছিলাম, যেখানে যেখানে বিজেপি সেবা করার সুযোগ পাবে, সেখানেই ১০০ শতাংশ কাজ করবে৷ প্রত্যেক গরিব মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা ১০০ শতাংশ পৌঁছে দেওয়া হবে৷ সেই কথা বিজেপি রেখেছে৷ নমো আরও বলেন, বিজেপি’র জয়ে মা-বোন-মেয়েদের অনেক বড় যোগদান রয়েছে৷ মা-বোনেরা যেখানে যেখানে ভোট দিয়েছে, সেখানে বিজেপি’র বাম্পার জয় মিলেছে৷