কৃষকদের জন্য বিরাট সিদ্ধান্ত মোদির

Estimated read time 0 min read

রবিবারই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ প্রায় ৭২ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর নরেন্দ্র মোদি কিষান নিধি প্রকল্পেও স্বাক্ষর করেছেন। এর ফলে উপকৃত হবে একাধিক কৃষক এবং তাদের পরিবার।

গতকাল রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে শপথ নেন মোদী। কিষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করে নমো ১৭তম কিস্তি পাশ করেছেন। দেশের প্রায় ৯.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই উল্লিখিত যোজনার পরবর্তী কিস্তির টাকা ঢুকবে। এই প্রকল্পে জন্য কেন্দ্রের ২০,০০০ কোটি টাকা খরচ করতে হবে। প্রধানমন্ত্রী ফাইলে কালকেই স্বাক্ষর করে দিয়েছেন ফলে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে এই কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির টাকা ঢুকে যাবে।

You May Also Like

More From Author