লোকসভা নির্বাচন ২০২৪ সমাপ্ত হতে চলেছে। বাকি শুধু সপ্তম দফার ভোট। জুন মাসের চার তারিখে ভোটের ফলাফল ঘোষণা হবে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী পরপর দুবার প্রধানমন্ত্রী পদে নির্বাচন হয়েছেন। এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে নতুন জায়গায় শপথ গ্রহণ করবেন তিনি।
গত সপ্তাহের বৃহস্পতিবার একটি তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য অনুযায়ী আগের মত আর রাষ্ট্রপতি ভবন নয়, অষ্টাদশ লোকসভা ভোটে এনডিএ জিতলে নয়া দিল্লির ‘কর্তব্যপথ’ এ দাঁড়িয়ে শপথ নেবেন মোদি। দিল্লির এই ‘কর্তব্যপথ’ আগে রাজপথ নামে পরিচিত ছিল। তবে ২ বছর আগে এই নাম বদলে গিয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইণ্ডিয়া গেট পর্যন্ত সড়কপথকে কর্তব্য পদ নাম দিয়েছিলেন মোদি। এখানে দাঁড়িয়েই তিনি শপথ নেবেন বলে স্থির করেছেন।