মবিল লঞ্চ করল নতুন ক্যাম্পেন

মবিল লঞ্চ করল তাদের নতুন ক্যাম্পেন – ‘ট্রাকিং ইজ হার্ড, চুজিং ইঞ্জিন অয়েল শুড নট বি’। এর উদ্দেশ্য হল ট্রাকচালকরা যেন তাদের ট্রাকের জন্য সঠিক ইঞ্জিন অয়েল কেনার ব্যাপারে ট্রাকের প্রয়োজন ও বয়স অনুসারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তা নিশ্চিত করা।

এই ক্যাম্পেনের অঙ্গ হিসেবে মবিল তাদের প্রোডাক্ট লেবেলের নতুন নামকরণ করেছে। মবিল এবার নিয়ে এসেছে কমার্সিয়াল ডিজেল লুব্রিক্যান্টসের রিভাইজড রেঞ্জ – ‘মবিল ডেলভ্যাক মডার্ন’ ও ‘মবিল ডেলভ্যাক লিজেন্ড’।

এক্সনমবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার বিপিণ রানা জানান, ট্রাকচালকরা যাতে তাদের ট্রাকের জন্য সঠিক ইঞ্জিন অয়েল বেছে নেওয়ার সিদ্ধান্ত সহজেই নিতে পারেন, সেজন্য উদ্যোগী হয়েছেন তারা। এইসঙ্গে ট্রেড পার্টনার ও গ্রাহকদের জন্য বিশেষ অফারও দেওয়া হচ্ছে। ট্রাকের সুরক্ষার জন্য মবিল ডেলভ্যাক চালু রয়েছে ১০০ বছর ধরে, যা সবরকম পরিস্থিতিতে ট্রাকের ইঞ্জিনের দেখভাল করে এবং এর ফলে ট্রাকচালকদের ব্যবসাগত সুবিধা হয়।