অগ্রণী ইঞ্জিন অয়েল ব্র্যান্ড মোবিল বহু-প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ফিল্ম ‘বিক্রম বেধা’র সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হয়েছে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে ৩০ সেপ্টেম্বর ‘বিক্রম বেধা’ রিলিজ হবে। হৃত্বিক রোশন, সইফ আলি খান ও রাধিকা আপ্তে অভিনীত এই ফিল্মের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে মোবিল তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিতে সচেষ্ট।
অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম বেধা’র কাহিনীকার ও পরিচালক পুষ্কর-গায়ত্রী। এই ফিল্মে রয়েছে মোবিল সুপার মোটো ইঞ্জিন অয়েল, যা টু-হুইলার ইঞ্জিনের উচ্চমানের সুরক্ষার কারণে ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। এই পার্টনারশিপের ফলে মোবিলের ‘ফারাকলাকরদেখিয়ে’ ক্যাম্পেন আরও জোরদার হবে।
মোবিল ও অ্যাকশন-থ্রিলার বিক্রম বেধার পার্টনারশিপ এই ব্র্যান্ডের প্রতি মোটোরিস্টদের আস্থা বৃদ্ধির সহায়ক হবে, কারণ গ্রাহকরা ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ‘ম্যাক্সিমাম প্রোটেকশন’ ও ‘এফিসিয়েন্সি’ আশা করেন। বিক্রম বেধা পেশ করছেন গুলশন কুমার, টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট, সঙ্গে থাকছে ফ্রাইডে ফিল্মওয়ার্কস, জিও স্টুডিওস ও ওয়াইনট স্টুডিওস। পুষ্কর ও গায়ত্রী পরিচালিত এবং ভূষণ কুমার, এস শশীকান্থ ও রিলায়েন্স ইন্টারটেনমেন্ট প্রযোজিত ‘বিক্রম বেধা’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর।