কয়লা পাচার কাণ্ডে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের। আজ, বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ককে। সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকাল সাড়ে এগারোটায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন।
এর আগে কয়লা পাচার-কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ৯ জুন দ্বিতীয় নোটিশ ধরায় সিবিআই। সেই নোটিসে তাঁকে ১৫ জুন বুধবার নিজাম প্যাসলেসে সিবিআই দফতরে তলব করা হয়। এই নিয়ে দ্বিতীয় বার তাঁকে তলব করা হল। আগে শওকত মোল্লাকে একবার নোটিশ দিয়েছিল সিবিআই, কিন্তু তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার অজুহাতে হাজিরা এড়িয়ে যান। তবে না আসার কারণ জানিয়ে সিবিআই দফতরে চিঠি দেন ও মেল করেন।
সিবিআই সূত্রে খবর, আসানসোল থেকে চোরাই কয়লা দক্ষিণ ২৪ পরগনা, ক্যানিং-সহ বিভিন্ন জায়গায় যেত। এর মধ্যে শওকতের বিধানসভা কেন্দ্রও পড়ছে। ফলে শওকতের বিধানসভা এলাকার খবর তিনি জানতেন কিনা, সেটাই খতিয়ে দেখতে চায় সিবিআই। বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছু জানেন কিনা তাও দেখতে চায় সিবিআই।সিবিআই সূত্রে খবর, তাঁকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে। যদি তিনি কোনও কোম্পানির সঙ্গেও যুক্ত থাকেন, তা হলে সেটাও নিয়ে আসতে বলা হয়েছে।মঙ্গলবার এক দিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ম্যারাথন জেরা, অন্যদিকে শওকত মোল্লাকে ফের তলব করায় প্রমাণিত, কয়লা পাচার কাণ্ডের তদন্তে ফের গতি আনতে চাইছে সিবিআই।