রাস্তা সম্প্রসারণের নাম করে,পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছ গুলি কেটে চলছেন মেয়র গৌতম দেব,মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক শংকর ঘোষ।বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুরনিগমের তরফে শিলিগুড়ির এস এফ রোডে চলছিল গাছ কাটার কাজ।এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক।শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন,পার্কিংয়ের জায়গার জন্যে যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়।অবিবেচকের মতে গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন।এই কাজগুলি বহু পুরনো,এই গাছগুলিকে কাটার কোনও মানেই হয় না।অন্যদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান,কোনভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না।গাছগুলিকে পুনঃ স্থাপন করার কাজ চলছিল।এর আগেও গাছ পুনঃ স্থাপিত করে সেগুলিকে বাঁচানো হয়েছে।পুরনিগমে তাদের বিরোধী দলনেতা রয়েছে তারা পুরনিগমে এসে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বলে জানান মেয়র।