তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির। তাঁকে সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান পদে নিযুক্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার মেদিনীপুর কলেজ মাঠে বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহা-সম্মেলন সভা ছিল। সেই সভা মঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে অজিত মাইতির নাম ঘোষনা করেন সয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন অজিত মাইতিকে সমন্বয় সাধনের কথা বলে মমতার বার্তা,“অজিত ,তুমি পুরোনো ব্লক এটিকে নিয়ে কথা বলো। যত দিন না নতুন কমিটি তৈরি হচ্ছে, দূরত্ব কমিয়ে নিয়ে এসো। মা – বোনদের সামনে নিয়ে আসবে।”
প্রসঙ্গত, এর আগে অজিত মাইতি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। একুশের বিধানসভা ভোটের পর দুটি সাংগঠনিক জেলা ঘোষণা করে তৃণমূল। পাশাপাশি দুটি সাংগঠনিক জেলায় পৃথক পৃথক সভাপতি এবং চেয়ারম্যান নিযুক্ত করা হয় তৃণমূলের তরফে। অর্থাৎ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয় অমল কুমার পান্ডা, সভাপতি করা হয় আশিষ হুদাইতকে। অপরদিকে, মেদিনীপুর সংগঠনিক জেলাতেও একই রকম ভাবে দুইজনকে নিযুক্ত করে দল।