আবারও বিনোদনের পর্দায় ফিরছেন মিঠুনদা

দীর্ঘ সময়ের বিরতি। দীর্ঘ ছ সাত বছরের বিরতির পর আবার বিনোদনের রুপোলি পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে এবার এই দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ভিন্ন স্বাদে ভিন্ন রূপে। সত্তরের কোটায় এসে টিভি সিরিয়ালে হাজির হচ্ছেন মিঠুন। বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে ছোটপর্দায় এর আগে হাজির হলেও কোনওদিন ধারাবাহিকে দেখা যায়নি ‘বলিউডের দাদা’-কে। স্টার প্লাসের নতুন ধারাবাহিক ‘চিকু কী মাম্মি দূর কী’ সাম্প্রতিক প্রোমোতেও হাজির হয়েছেন মিঠুন দা। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।   

তবে ধারাবাহিকের কতটা অংশ জুড়ে এই তারকা থাকবেন সে খবর জানান যায়নি এখনও। ‘চিকু কী মাম্মি দূর কী’ ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছে এক কিশোরী। নাম ‘চিকু’। যে নাচ করে খ্যাতি অর্জন করতে চায়। নাচই তাঁর ধ্যান জ্ঞান। ঠিক যেমন বলিউডে প্রবেশ করার আগে লক্ষ্য ছিল স্বয়ং মিঠুনের। ‘চিকু’-র মা থাকা সত্বেও তাঁরা একসঙ্গে থাকেন না। ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য পড়ে মিঠুনের এতই ভালো লেগে যায় যে তিনি মুহূর্তের মধ্যে রাজি হয়ে যান অভিনয় করার প্রস্তাবে।

এই প্রোজেক্টটিকে স্রেফ ‘কাজ’ হিসেবে দেখছেন না মিঠুন। বরং এর গল্পের সঙ্গে কোথাও নিজের জীবনযুদ্ধের গল্পের মিল খুঁজে পেয়েছেন বর্ষীয়ান এই বলি-অভিনেতা। তাই তো এই আত্মিক টানের সুবাদে এক ধাক্কায় কমিয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিকও। পাশাপাশি নিজের পছন্দের তারকাকে এবার ছোটপর্দার ধারাবাহিকে দেখতে পাওয়ার খবরে যারপরনাই খুশি তাঁর ফ্যানেরা।