ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এবারও ২০ বছর আগের বদলা নিতে পারলোনা ভারত। ২০০৩ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ১২৫ রানে ফাইনালে হেরেছিল ভারত। এবার রোহিতদের সামনে সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। তবে বদলালোনা ইতিহাস।
২০ বছর পর আবারও স্বপ্নভঙ্গ। ফাইনালে ছয় উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গেল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও পুরো দলের মাথা হেঁট হয়ে গেল মিচেল মার্শের কারণে। তবে কি করলেন অজি তারকা! যার জন্য কাপ জিতেও সমালোচনায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। অজি অধিনায়ক প্য়াট কামিন্স ম্যাচ জিতে তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন।
যেখানে মার্শকে দেখা যাচ্ছে, হাতে বিয়ারের বোতল নিয়ে, মেঝেতে বিশ্বকাপ রেখে, তাঁর উপর দু’পা তুলে দিয়ে, সোফায় বসে আছেন। তিনি কাপের প্রতি যে অসম্মান দেখিয়েছেন, সেই ছবি প্রকাশে আসতেই সমালোচনার ঝড় উঠেছে সংবাদ মাধ্যমের পাতায়। ফাইনালে ১৫ বলে ১৫ রান করে ফিরে যান তিনি। এছাড়াও দু’ওভার বল করেন কিন্তু কোনও উইকেট পাননি মার্শ।