সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন মন্ত্রী পরেশ অধিকারীর

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মূলত, শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে গতকাল রাত ৮টার মধ্যে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এবং খবর কানে আসতেই মন্ত্রীবাবু বলেছিলেন, ওই সময়ের মধ্যে কলকাতায় ফিরতে পারবেন না তিনি। তাই সন্ধ্যে বেলায় মেয়ে অঙ্কিতা নিয়ে নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আসেন মন্ত্রীবাবু।

সেখান থেকেই কলকাতাগামী ট্রেনে উঠেন পরেশ অধিকারী। কিন্তু সকালে শিয়ালদহ স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছলেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তাঁর মেয়ে অঙ্কিতা। ট্রেনে থাকা এক রেলকর্মীর দাবি, শিয়ালদহে না এসে সম্ভবত বর্ধমানের কাছাকাছি কোথাও নেমে গিয়েছেন মন্ত্রী এবং তাঁর মেয়ে। পাশাপাশি এদিন দুপুর পর্যন্ত পরেশ অধিকারীর কলকাতায় আসার খবর পাওয়া যায়নি। এদিকে পরেশ অধিকারী সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারেন, এমন সম্ভাবনা ছিলই। সেই মতো এ দিন সকালেই কলকাতা হাইকোর্টে মামলা করেন তাঁর আইনজীবী। বেলা দুটোর সময় পরেশ অধিকারীর আবেদন শুনবে ডিভিশন বেঞ্চ।

এদিকে এবিষয়ে তৃনমূল ছেড়ে আসা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান,  আমরা জানি কর্তার ইচ্ছেতেই কর্ম হয়, কারন রাজ্যটাই চালাচ্ছে পিসি ভাইপো মিলে, আর নিয়ন্ত্রন হচ্ছে কালীঘাট থেকে। তবে ন্যায়ের জন্য সিবিআই আছে হাইকোর্ট আছে এভাবেই রাজ্যের জনগণ ন্যায় পাবে পিসি ভাইপোর রাজত্বে!