গতকাল দিনহাটার গিতালদহ জারি ধরলা এলাকায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় নতুন তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজ কোচবিহার জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গতকাল জারি ধরলায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তার যেমন ভারতের নাগরিকত্ব রয়েছে একই সঙ্গে ওই ব্যক্তির বাংলাদেশেরও নাগরিকত্ব রয়েছে। তিনি বলেন, ওই মৃত ব্যক্তির বাবা এবং স্ত্রী বাংলাদেশের নাগরিক।বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বাংলাদেশের বিজিবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছেন তিনি। সেই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী হিসেবে দাবি করছে এবং বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি ওই ব্যক্তির ভারতবর্ষের আধার কার্ড এবং বাংলাদেশের ভোটার কার্ডের ছবিও তুলে ধরেন। তিনি বলেন ভারতবর্ষের আধার কার্ডে তার নাম রয়েছে বাবু রহমান এবং বাংলাদেশের ভোটার কার্ডে তার নাম রয়েছে মোঃ আব্দুর রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিজিবির দ্বারা যখন ওই ব্যক্তি গ্রেপ্তার হয় সেই সময়কার তার জবানবন্দীর ভিডিও তিনি প্রকাশ করেন। তিনি কোচবিহার পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেন প্রথমে পুলিশ বয়ান দেন বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এই হামলা চালিয়েছে। কিন্তু পরবর্তী দেখা যায় পুলিশ সুপার বক্তব্য দেন বিজেপি হামলা চালিয়েছে। পুলিশ সুপারের এই বক্তব্য নিয়ে তিনি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।