ডিসিবিএল ও ডিজিএমএস-র যৌথ উদ্যোগে মাইনস সেফটি উইক

ভারতের নেতৃস্থানীয় সিমেন্ট কোম্পানি ডালমিয়া সিমেন্ট (ভারত) লিমিটেড (ডিসিবিএল)ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ মাইন সেফটি (ডিজিএমএস)–এর সাথে পার্টনারশীপের মাধ্যমে গুয়াহাটিতে অনুষ্ঠিত ১৮ তম উত্তর পূর্ব গ্র্যান্ড মেটালিফারাস মাইনস সেফটি উইক সফলভাবে শেষ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনস সেফটি ইস্টার্ন জোনের ডেপুটি ডিরেক্টর জেনারেল উজ্জ্বল তাহ।

ডিজিএমএস সেফটি সপ্তাহে এই অঞ্চলের শিল্প সম্প্রদায়ের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য। যার মধ্যে ১৭টি মাইনিং কোম্পানির ২৫০ জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অসমের উমরাংসোতে ডিসিবিএল-এর যমুনানগর চুনাপাথর খনি ২০১৯-২০ সালে এনই  ধাতব খনি সুরক্ষা সপ্তাহে প্রথম পুরস্কার এবং  ২০১২-২০ সালে এনই ধাতব খনি সুরক্ষা সপ্তাহে তৃতীয় পুরস্কার জেতে। এছাড়াও বিভিন্ন ট্রেড টেস্ট প্রতিযোগিতায় তারা ১৩টি স্বতন্ত্র পুরস্কারও পেয়েছে।

গুয়াহাটি অঞ্চলের ডিরেক্টরেট জেনারেল অফ মাইন সেফটি, বলেছেন মাইন সেফটির ডিরেক্টর অফ মাইনস সেফটি ইয়োহান ইয়েজেরলা  বলেন,  ১৮ তম  এনই  মেটালিফেরাস মাইন সেফটি সপ্তাহ ২০২১ সফলভাবে উদযাপন করতে পেরে আমরা গর্বিত।