সোমালিয়ায় জঙ্গি হামলা

দশ বছর আগের ঘটনা তাও যেন এখনো দগ দগে হয়ে রয়েছে সেই স্মৃতি। দশ বছর পরেও এখনও কেউ ভুলতে পারেননি ভারতের মুম্বই শহরের ২৬/১১-র হামলা স্মৃতি। ঠিক একই কায়দায় এবার জঙ্গি হামলা চালান হল সোমালিয়ার এক হোটেলে।

এমনিতেই দেশে চলছে খাদ্য সঙ্কট। তার মধ্যেই এই হামলা দেশের সাধারণ মানুষের মনোবল একবারে শেষ করে দিয়েছে। জানা গিয়েছে, এই হামলায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা বহু।

যদিও এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তাও অনুমান করা গিয়েছে ইসলামি কট্টরপন্থী সংগঠন আল-শাবাবের জঙ্গিরা এই হামলা চালিয়েছে।

সূত্রের খবর, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে গোয়েন্দাদের একটি বৈঠক চলছিল। ঠিক সেই সময়ে আচমকা কয়েক জন জঙ্গি ঢুকে গুলি বর্ষণ শুরু করে। তার আগে হোটেলের বাইরে বিস্ফোরণও ঘটায়।

এতেই এখনও পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে তিন জন নিরাপত্তারক্ষী।