নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিএ’র ফোন নম্বরও জোগাড় করেন রাজারাম রেগি নামের ওই জঙ্গি।
ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি শাগরেদ যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেই সময় তিনি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার জানিয়েছেন গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই জঙ্গি। দুদিন কলকাতাতেই ছিলেন। এরপর অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার পরই অভিষেকের বাড়ি ও তার অফিসে রেইকি করেন রাজারাম রেগে। ভিডিওগ্রাফি করতে দেখা যায়।