মহিলাদের পাশে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি

প্রায় দুই দশক ধরে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি ‘লো ইনকাম’ ও ‘আন্ডার-সার্ভড’ গ্রুপের মহিলাদের সাহায্য করে চলেছে যাতে তারা দায়মুক্ত সহজ ঋণের সুযোগ নিতে পারেন। ঋণগ্রহীতা মহিলাদের কঠিন সময়ে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনগুলি তাদের পাশে দাঁড়ায় এবং সার্বিক উন্নতিতে নানাভাবে সহায়তা প্রদান করে। গ্রামীণ এলাকায় মহিলাদের দক্ষতা উন্নয়ণ, শিশুদের শিক্ষার ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, মহিলাদের দক্ষতা উন্নয়ণ, শিশুদের শিক্ষার ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নে সহায়তা প্রদানের জন্য যেসব মাইক্রোফিনান্স সংস্থা কর্মরত রয়েছে সেগুলির মধ্যে আছে সাটিন ক্রেডিটকেয়ার নেটওয়ার্ক, নর্ডিক মাইক্রোফিনান্স ইনিশিয়েটিভ, জনা স্মল ফিনান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, ফিউশন মাইক্রোফিনান্স, আরোহণ ফিনান্সিয়াল সার্ভিসেস, চৈতন্য ইন্ডিয়া ফিন ক্রেডিট টিম, সেন্ট্রাম মাইক্রোক্রেডিট, জাগরণ মাইক্রোফিন এবং ইএসএএফ স্মল ফিনান্স ব্যাংক।