মেডট্রনিকের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন মাইকেল ব্ল্যাকওয়েল

সম্প্রতি ইন্ডিয়া মেডট্রনিক প্রাইভেট লিমিটেডের(এনওয়াইএসই: এমডিটি)  ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন মাইকেল ব্ল্যাকওয়েল। মেডট্রনিকের ইন্ডিয়া  সেলস, মার্কেটিং এবং কমার্শিয়ালের দায়িত্বে থাকবেন  তিনি। মাইকেল মদন কৃষ্ণানের স্থলাভিষিক্ত হলেন মাইকেল। বিগত ছয় বছর ধরে মদন ভারত এবং দক্ষিণ এশিয়ায় মেডট্রনিকের জন্য রূপান্তরমূলক বৃদ্ধির উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

মাইকেল ২০০৬ সালে মেডট্রনিকে যোগদান করেন। এরপর তিনি বিশ্বব্যাপী বিভিন্ন বাজারে কাজ করেছেন। স্বাস্থ্যসেবায় ২০ বছরেরও বেশি সময় ধরে নিযুক্ত ছিলেন মাইকেল। কর্মজীবনে তিনি মেডট্রনিকের ব্যবসায়িক গোষ্ঠী জুড়ে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে কার্ডিওভাসকুলার, নিউরোসায়েন্স এবং মেডিকেল সার্জিক্যাল। তিনি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, গুয়াম, ব্রুনাই, নেপাল, মালদ্বীপ, ভুটান, ফিজি এবং নিউ পাপা গিনি নিয়ে গঠিত ফ্রন্টিয়ার মার্কেটের নেতৃত্ব দিয়েছেন।

মেডট্রনিকের এশিয়ান মার্কেটের ভাইস প্রেসিডেন্ট ফেং ডং বলেন, মাইকেল একজন দক্ষ এগজিকিউটিভ। আমাদের বিশ্বাস মাইকেলের অভিজ্ঞতা মেডট্রনিকের অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে।