পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নিত্যদিন কয়েক হাজার হাজার যাত্রী সুবিধা ভোগ করছে কলকাতায় মেট্রোর। তাদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা মেট্রো। যারা রাত করে বাড়ি ফেরেন তাদের জন্য এবার বড় সুখবর আনল।
কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ৪০ মিনিটে। তবে এবার কলকাতা মেট্রো শেষ ট্রেন ছাড়ার সময় পরিবর্তন করতে চলেছে। পরীক্ষামূলকভাবে কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১ টায়।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই যাত্রাপথে মেট্রো থামবে প্রত্যেকটি স্টেশনে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য খোলা থাকবে টিকিট কাউন্টার। সেখান থেকে যাত্রীরা স্বাভাবিক নিয়মেই টোকেন ও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের আশা এই উদ্যোগে বিপুল পরিমাণ যাত্রী উপকৃত হবেন।