পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। আগের থেকে কলকাতা মেট্রো হতে চলেছে আরো আরামদায়ক। দুটি নতুন রেক এসেছে কলকাতা মেট্রোর নোয়াপাড়ার কারশেডে। ওই রেকগুলিকে বলা হচ্ছে ডালিয়ান রেক।
বর্তমানে কলকাতা মেট্রোতে যে রেট ব্যবহার করা হয় তার তুলনায় আরো বেশি আরামদায়ক নতুন রেকগুলি। বর্তমান রেকের তুলনায় নতুন রেকের দরজা ১০০ মিমি পর্যন্ত চওড়া। থাকছে বিশেষ আসনের ব্যবস্থা। এসি এবং আলোর ব্যবস্থা থাকবে আরও উন্নতমানের। নতুন রেকে আরো উন্নত প্রযুক্তিগত ব্যবস্থাও যেমন রেইন ওয়াটার চ্যানেল, সাইড স্টপার, স্টেনলেস স্টিল কার বডি থাকছে।
এই রেকের সুরক্ষা ব্যবস্থাও থাকতে দুর্দান্ত, তেমনি পরিবেশ বান্ধব। অ্যান্টি স্কিড রাবার ফ্লোরিং থাকার ফলে পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে না এই রেকে। সব মিলিয়ে পূর্বের তুলনায় আরোও স্মার্ট হবে নতুন রেক।