পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রোকতৃপক্ষের তরফে। কলকাতায় মনীষীদের নামে যে মেট্রো স্টেশনগুলি বাণিজ্যিকভাবে সেই স্টেশনগুলির নাম বিক্রি করার ক্ষেত্রে রয়েছে পদ্ধতিগত একাধিক অসুবিধা। তাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ রেকের পাশাপাশি স্টেশনের নাম ভাড়া দেওয়ার মতো একাধিক বিকল্প আয়ের পথ অতীতে খুঁজেছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে, যে সকল স্টেশনের নাম মনীষীদের নামে, সেই সকল স্টেশনের নামের আগে বাণিজ্যিক সংস্থার নাম বসালে সেটি দৃষ্টিকটু এবং একাধিক সমস্যা রয়েছে। তাই ওই সব স্টেশনের নাম ভাড়া দিয়ে আয়ের পথ এক প্রকার বন্ধই বলা যেতে পারে।
এছাড়াও কেন্দ্র ও রাজ্যের সমান অংশীদারিত্বের উপর জোর দেওয়া হচ্ছে ভর্তুকির বোঝা কমানোর জন্য। কলকাতা মেট্রোর ক্ষেত্রে রেলমন্ত্রক সম্পূর্ণ খরচ বহন করে। তাই ভবিষ্যতের কথা ভেবে কলকাতা মেট্রোর চাপ রয়েছে আয় বাড়ানোর জন্য।